হজের ওয়াজিবসমূহ

জের ওয়াজিব সমূহ

হজের সর্ব মোট ওয়াজিব সাতটিঃ
(১) মীকাত হতে ইহরাম বাঁধা।
(২) সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করা, ইহা তাদের জন্য যারা দিনের বেলায় আরাফায় অবস্থান করবে।
(৩) মুয্দালিফায় রাত্রি যাপন।
(৪) আইয়্যামে তাশ্রীকের (১১, ১২ ও ১৩ই- যুলহজহর) রাত্রি গুলোতে মিনায় রাত্রি যাপন করা।
(৫) জামারাত গুলোতে কঙ্কর মারা।
(৬) মাথার চুল মুন্ডানো বা ছোট করা।
(৭) তাওয়াফুল বিদা করা।