আমাদের কথা

আমরা কারা ?

বাংলাদেশের মতো একটি ছোট গরিব দেশ থেকে দ্বীনের এই মহান খেদমত করে যাচ্ছেন কয়েকজন দ্বীনদার মুসলমান। আমরা চিন্তা ফিকির করছি কি ভাবে মুসলমানকে কোরআন ও সুন্নাহর সংস্পর্শে আনা যায়। আমাদের উদ্দেশ্য বর্তমান প্রযুক্তিকে কাজে লাগিয়ে দ্বীন প্রচার করা। আমাদের উদ্দেশ্য অর্থ নয় বরং আল্লাহ্ সুবহানাহু ওয়াতা আলাকে সন্তুষ্ট করার জন্য সঠিক ইসলাম ও কোরআনের আলোকে সারা দুনিয়া ব্যাপি প্রচার করার চেষ্টা করা।

আমরা কেন এটা করছি ?

মুসলিম উম্মতের জন্য পবিত্র কোরআন হলো একমাত্র পথপ্রদর্শক। আল্লাহ পাক এরশাদ করেন তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচ এবং তোমার পরিবার বর্গকে বাঁচাও। অপর দিকে হাদিসে পাকে বর্ণিত আছে, দ্বীনি এলেম হাসিল করা প্রত্যেক নর-নারীর উপর ফরজ”। দু:খজনকভাবে বেশিরভাগ মুসলমানই কোরআন বুঝতে পারেনা, এমনকি শিক্ষাগ্রহনের জন্য এতটুকু সময়টাও দেয়না। উম্মতের এই অবস্থাকে পরিবর্তন করার জন্য আমরা চাইছি সাচ্ছন্দের সাথে ঘরে বসেই আপনাদের সন্তানদেরকে দুনিয়ার শিক্ষার পাশাপাশি অল্প সময়ের জন্য দ্বীনের শিক্ষা গ্রহনের সুযোগ করে দিতে।

আমরা কি করছি?

যুগোপুযোগী সিলেবাসের মাধ্যমে পবিত্র কোরআন শরীফ শিক্ষা প্রদানের জন্য আমরা নিয়ে এসেছি, ঘরে বসেই সহজে কোরআন শিক্ষা ব্যবস্থা ! আমরা এমন একটি কোর্স অফার করছি যার মাধ্যমে আপনি খুব সহজেই কোরআন পড়া শিখতে পারেন। যার মাধ্যমে আপনার সন্তান যে অবস্থায়ই থাকুক না কেন তাকে শুদ্ধ কোরআন শিক্ষার পাশাপাশি দ্বীন দ্বারী নামায, দোয়া, হাদীস শিক্ষা ও ছোটদের জন্য রাসূল (স:) এর জীবনী শিখানো আমাদের দায়িত্ব।

আমাদের কোর্স সমূহ

  • নুরাণী পদ্ধতিতে শিক্ষা ব্যবস্থা।
  • বয়স্কদের কোরআন শিক্ষা গ্রহন ।
  • আরবী লেখা শিক্ষা গ্রহন ।
  • কোরআন অনুবাদ শিক্ষা গ্রহন ।
  • ইসলামের মৌলিক ধারনা, নামায, মাসনুন দোয়া, হাদীস শিক্ষা ও ছোটদের জন্য রাসূল (স:) এর জীবনী শিক্ষা গ্রহন ।
  • আরবী ভাষা শিক্ষা গ্রহন ।