কিছু কবিরা গুনাহের বর্ণনা

আরবি হাদিস

وَعَن مُعَاذٍ رضي الله عنه، قَالَ : سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ، يَقُولُ: «قَالَ اللهُ – عَزَّ وَجَلَّ – : المُتَحَابُّونَ في جَلالِي، لَهُمْ مَنَابِرُ مِنْ نُورٍ يَغْبِطُهُمُ النَّبِيُّونَ وَالشُّهَدَاءُ». رواه الترمذي، وَقالَ: «حديث حسن صحيح».

বাংলা অনুবাদ

মুআয রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, আল্লাহ তাআলা বলেন, আমার মর্যাদার ওয়াস্তে যারা আপোসে ভালবাসা স্থাপন করবে, তাদের (বসার) জন্য হবে নূরের মিম্বর; যা দেখে নবি ও শহীদগণ ঈর্ষা করবেন।’

[তিরমিযি ২৩৯০, আহমদ ২১৫২৫, ২১৫৫৯, ২১৫৭৫, ২২২৭৬]